আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রন নীতি পশ্চাতের যুক্তি গুলি বিশ্লেষণ কর? Burdwan University (পূর্ণমান-10/5)
উওর :- আলাউদ্দিন খোলজীর অর্থ নীতি সংখ্যার গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজার দর নিয়ন্ত্রন। আলাউদ্দিন খলজির কী কারনে এই ব্যাবসাকে প্রবর্তন করেছিলেন তা নিয়ে ঐতিহাসিক মধ্যে তুমূল বিতর্কের সৃষ্টি হয়েছে।
যেমন:
প্রথমত :- জিয়া উদ্দিন বরণির মতে , আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ দিল আসলে সামরিক ব্যবসা তে অজ্ঞা । তাঁর একটি গ্রন্থ থেকে জানা যায় আলাউদ্দিনের বিশাস সাম্রাজ্য পরিচালনা, রাজ্যজয়, বিশাস সেনা বাহিনী গর্ভন দূর্গ নির্মান এবং সেনাবাহিনী ব্যায় নির্মাণের নিরবায়ের জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। আলাউদ্দিন এমন অনেক জিনিসে মূল্য নিয়ন্ত্রণ করে দিলেন যা সামরিক বাহিনীর লোকেরা ব্যবহার মারত না ৷
দ্বিতীয়ত :- অনেক ঐতিমাসিক মনে করে হিন্দুদের সায়েস্তা করা উদ্দেশ্যে তিমি দধ্য মূল্য নিয়ন্ত্রণ করেদিলেন। কারণ এই সময় ব্যবসা বানিজ্য হিন্দুদেরই প্রাধান্য দিল। এইসময় সুলতানি ও ঘোড়া স্বামী সানি কিন্তু বলিবাবাও ব্যবসা বানিজ্য লুপ্ত দিলএবং তারা ছিল মুসলমান। সুতরাং উপরের বক্তব্য ভক্তি গ্রাম্য নয়।
তৃতীয়ত :- সুফি লেখাদের ব্যাখ্যা থেকে জানা যায় যে, আলাউদ্দিন মনে করতেন যে যান সাধারণ হল ন্যায্য অথবা নিম্ন দামের প্রয়োজনীয় সম্ভার জনসাধারণ কে সরবরাহ করতে পারলে তা নৈতিক কর্তব্য পালন করা হবে। এই উদ্দেশ্য পূরণের জন্য চিনি দ্রব্য মূল্য নিয়ন্ত্রন চালু করেন
চতুর্থত :- ডঃ কে. এস লাল তার 'Hestory of khaljis' গ্রন্থে বাজার দরের নিয়ন্ত্রণে একটি আধুনিক ব্যাখ্যা দিয়েছেন যুদ্ধকালীন জরুরী অবস্থায় যাতে বাজার দরে স্বাভাবিক হার বজায় থাকে। সেই উদ্দেশ্যে আলাউদ্দিন মূল্য নিয়ন্ত্রণ করেন৷
মূল্যায়ন :- ইতিহাসের ছাত্র হিসাবে উপরিক্ত উদ্দেশ্য গুলি ঐতিহাসিকদের তথ্য দ্বারা ব্যাখা করার পর এক কথায় বলা যায় যে সেনা বাহিনীর প্রয়োজন এবং জন-কল্যানের তাগিদে মুদ্রা জনীত মূল্য বৃদ্ধি করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করে।